ঘাঘট ও ব্রহ্মপুত্র নদের বাঁধ নির্মাণে তিনটি অংশের কাজ উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বন্যার ক্ষয়ক্ষতি রক্ষায় গাইবান্ধার ঘাঘট ও ব্রহ্মপুত্র নদের বাঁধ নির্মাণে তিনটি অংশের কাজ উদ্বোধন করা হয়েছে।
সকালে ঘাঘট নদীর নিউব্রিজ এলাকায় বাম তীরে ১৫শো মিটার, ডান তীরে ৫ হাজার ৬৩৭ মিটার এবং ব্রক্ষপুত্র নদের বাগুড়িয়া এলাকায় ৩ হাজার ৫৩০ মিটার বাঁধের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। প্রকল্পগুলো উদ্বোধন করেন, জাতীয় সংদের হুইপ ও সদর আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি। এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, গাইবান্ধা পৌরসভার মেয়র শাহ মাছুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা চেয়াম্যান শাহ সরোয়ার কবির ও সিনিয়র উপ-সহকারি প্রকৌশলী রেজাউর রহমান রেজা।