জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জে মোটর সাইকেল চালক আবু বক্কর নুরী হত্যা মামলায় হয়রানীমূলক আসামি করার প্রতিবাদে ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
দুপুরে বকশীগঞ্জের আইরমারী গ্রামে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নিহত আবু বক্কর নুরীর সঙ্গে ১০ আসামির কোনো ধরনের সম্পর্ক বা পূর্ব পরিচয় নেই। তাই মামলার সুষ্ঠু তদন্তের জন্য পিবিআই ও সিআইডিকে দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছেন বক্তারা। ২০১৮ সালের ২ জুলাই বকশীগঞ্জ পৌর এলাকার পূর্ব মালিরচর গ্রামের ভাড়াটে মোটর সাইকেল চালক আবু বক্কর নুরী যাত্রী নিয়ে যাওয়ার সময় ইসলামপুরের টুংরাপাড়ার বন্দে আলী ব্রিজের পাশে খুন হয়।