অমর একুশে গ্রন্থমেলার শেষ সময়ে এসে ভীড় বাড়ছে প্রকৃত পাঠক আর বইক্রেতাদের

- আপডেট সময় : ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
অমর একুশে গ্রন্থমেলার শেষ সময়ে এসে ভীড় বাড়ছে প্রকৃত পাঠক আর বইক্রেতাদের। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমী চত্বরের ষ্টলগুলোতেও প্রিয় লেখকের বই খুঁজছেন অনেকে। শেষদিকে এসে নতুন বই প্রকাশের পাশাপাশি বেচা-বিক্রি নিয়ে সন্তুষ্টির কথা জানালেন প্রকাশকরা। এদিকে, সাহিত্য চর্চা সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখে উল্লেখ করে শুদ্ধ চর্চার মাধ্যমে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
মাসব্যাপী একুশে গ্রন্থমেলা এখন শেষের দিকে। তবে সাপ্তাহিক ছুটির দিন না হলেও ক্রেতা-পাঠকদের ভীড় ছিলো অন্য সময়ের তুলনায় বেশী। এ সময় পছন্দের বইটি সংগ্রহ করতে তারা ভীড় জমান বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টলগুলোতে।
প্রতিদিনই প্রকাশিত হচ্ছে নবীন-প্রবীণ লেখকদের নতুন নতুন বই। আর প্রথম দিকের তুলনায় মেলায় এখন দর্শনার্থীর চেয়ে প্রকৃত ক্রেতার সংখ্যা বেশী বলে জানান ব্যবসায়ীরা।
মেলায় আসলে পাওয়া যায় উৎসবমুখর পরিবেশে প্রিয় লেখকের সঙ্গ। সেই সাথে প্রয়োজনীয় বইটিও। তাইতো কেনাকাটায় এই ব্যস্ততা বইপ্রেমীদের। এদিকে, বিকেলে গণ-গ্রন্থাগার মিলনায়তনে ২৫টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি- জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, সমাজ পরিবর্তনে সাহিত্য চর্চার গুরুত্ব অপরিসীম। ভাষার বিকাশ ও মর্যাদা রক্ষায় বই প্রকাশের পাশাপাশি বই পড়ার প্রয়োজনীয়তার উপরও গুরুত্বারোপ করেন তিনি।