বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন, রোগতত্ত্ব গবেষণা ও নিয়ন্ত্রণ ইনসটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
দুপুরে মহাখালীতে ইনস্টিটিউট মিলনায়তনে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আইইডিসিআর পরিচালক জানান, নতুন করে করোনা ভাইরাস সংক্রমন বাড়ার কারনে, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইতালির প্রতি বিশেষ পর্যবেক্ষন রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ৫ বাংলাদেশীর মধ্যে সিঙ্গাপুরে একজন আশঙ্কাজনক অবস্থায় আছে। বাকি চার জনের চিকিৎসা চলছে।