সততা, আনুগত্য ও শৃঙ্খলা একটি বাহিনীর পেশাগত দক্ষতার মাপকাঠি: রাষ্ট্রপতি

- আপডেট সময় : ০৫:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
নবীন সৈনিকদের ভালো গুণাবলী অর্জনের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, সততা, আনুগত্য ও শৃঙ্খলা একটি বাহিনীর পেশাগত দক্ষতার মাপকাঠি। তাই এসব গুণাবলীকে সমুন্নত রেখেই দেশসেবার জন্য প্রস্তুত আহবান জানান তিনি।
দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের ৯৪তম রিক্রুটিং ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি আরো বলেন, সৈনিকদের বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা ও উদ্দীপনা অর্জন গুরুত্বপূর্ণ। লোভ-লালসার ঊর্ধ্বে থেকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে ৯৪তম ব্যাচের চৌকস স্থান অধিকারী মঈন উদ্দিন এবং অন্যান্য বিষয়ে সেরা সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি। এর আগে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান- বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।