চলতি বছরের জন্য তিনটি হজ প্যাকেজের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা
- আপডেট সময় : ০৭:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
এ বছরের জন্য তিনটি হজ প্যাকেজের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গেল বছরের তুলনায় ছয় থেকে ১৬ হাজার টাকা বেড়েছে এসব প্যাকেজে। মন্ত্রিপরিষদ সচিব জানান, বিমান ভাড়া ও মুয়াল্লিম ফি বাড়ানোর কারণে বাড়তি টাকা নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কেবিনেট বৈঠকে এসব প্যাকেজের অনুমোদন দেয়া হয়।
সৌদি রাজকীয় সরকারের অনুমোদন ও চুক্তির ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে পবিত্র হজ পালন করতে মক্কা যান হাজীরা। এবার বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন হাজী যেতে পারবেন। দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। গত বছরের তুলনায় যা সাড়ে ছ’হাজার থেকে ১৬ হাজার টাকা বেশি।
১. মসজিদুল হারামের ৭০০ মিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য চার লাখ ২৫ হাজার টাকা। গত বছরের তুলনায় যা সাড়ে ছ’হাজার টাকা বেশি।
২. যারা ১৫০০ মিটারের মধ্যে থাকতে চান তাদের জন্য তিন লাখ ৬০ হাজার টাকা। এবার বেড়েছে ১৬ হাজার টাকা।
৩. তৃতীয় ও সর্বনিম্ন প্যাকেজ হলো তিন লাখ ১৫ হাজার টাকা।
তিনি আরও জানান, সরকারিভাবে মাত্র ১৭ হাজার ১শ’ ৯৮ জন হজে যাবেন। বাকী এক লাখ ২০ হাজার যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
প্রত্যেক এজেন্সিকে সরকারি প্যাকেজ অনুসারে যাত্রী পরিবহণ করতে হবে। একটি এজেন্সি সর্বোচ্চ ৩০০ হজযাত্রী পাঠাতে পারবেন।