বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে নতুন প্রজন্মের সামনে তা তুলে ধরার আহ্বান -কে এম খালিদ,সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে নতুন প্রজন্মের সামনে তা তুলে ধরার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
গাইবান্ধার দারিয়াপুরে সারথী থিয়েটারের ভবন উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি। এ সময় ইউপি চেয়ারম্যান আমিনুরুজ্জামান রিংকু, নাট্যজন ফররুখ শিয়র চিনু-সহ অনেকে উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে সংগঠনের শিশু কিশোররা গান, কবিতা ও নাটক পরিবেশন করে। এরপর মন্ত্রী গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।