আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় পাবনা ও গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩ জন নিহত হয়েছে।
পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলার মধুপুর এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে দুইজন নিহত হয়। এসময় আহত হয় তিনজন। ভোরে একটি সিএনজি চালিত অটোরিক্সা পাবনা শহরের দিকে যাওয়ার পথে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলার মধুপুর নামক স্থানে পৌঁছায়। এসময় উল্টোদিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সেখানেই একজন নিহত হয়।
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস চাপায় একজন নিহত হয়েছে। সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চরচাপ্তা এলাকায় এ দূর্ঘটনা হয়।