মৌলভীবাজারে পুষ্টি ও ওষুধিগুণে ভরপুর ব্রোকলি চাষে লাভবান হচ্ছেন এক নারী উদ্যোক্তা
- আপডেট সময় : ১১:০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে পুষ্টি ও ওষুধিগুণে ভরপুর ব্রোকলি চাষে লাভবান হচ্ছেন এক নারী উদ্যোক্তা। কৃষি বিভাগ বলছে, উদ্যোমী নারীদের সহায়তা করে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি উদাহরণ সৃষ্টি করতে কাজ করছে তারা। এদিকে, চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ক্যাপসিকাম চাষ। বিদেশি এই সবজি চাষে লাভও পাচ্ছেন চাষীরা।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ হিঙ্গাজিয়া গ্রামের কৃষানি রুনা আক্তার ১ দশমিক দুই শূন্য শতাংশ জমির উপর গড়ে তুলেছেন সবজি বাগান। তার বাগানে রয়েছে ওষুধি সবজি ব্রোকলি। এছাড়াও রয়েছে বেগুন, শিম, টমেটো, পাতা কপি ও ধনে পাতাসহ নানা ধরনের শাক-সবজি। তবে এবার তার সাফল্য এসেছে ব্রোকলি বিদেশী সবজি চাষে। এ সাফল্যে খুশি এলাকাবাসীও।
অস্বচ্ছল অবস্থায় করা ধার দেনা মিটিয়ে এখন মেয়ের লেখা পড়ার খরচ মেটাতেও কোন সমস্যা হচ্ছে না বলে জানালেন রুনা আক্তার। তবে ফলন ভালো হওয়ার কারণ হিসেবে অনেকে বলছেন, বাগানটিতে সঠিকভাবে পরিচর্যা করা হচ্ছে।
এদিকে, চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে ক্যাপসিকাম। সবজি জাতীয় এই চাষ করে লাভ পেতে শুরু করেছে চাষিরা। চারা রোপনের পর ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে ক্যাপসিকাম বিক্রির উপযোগী হয়। আর প্রতিকেজি ক্যাপসিকাম বিক্রি হয় ৭০ থেকে ৮০ টাকায়। বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম চাষে এ জেলায় ভাল ফলন পাওয়া যাচ্ছে বলে জানালো স্থানীয় কৃষি বিভাগ।