দেশের দরিদ্র মানুষের কথা বিবেচনা করে বিদ্যুৎ ও পানির দাম না বাড়াতে সরকারের প্রতি আহবান :জি এম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দেশের বেশিরভাগ দরিদ্র মানুষের কথা বিবেচনা করে বিদ্যুৎ ও পানির দাম না বাড়াতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও সাধারণ সভায় এ আহ্বান জানান তিনি। জি এম কাদের বলেন, বিদ্যুতের দাম বাড়ার সাথে উৎপাদন, পরিবহন ও মার্কেটিংয়ের খরচ বৃদ্ধি পায়। এতে পণ্যমূল্য বেড়ে যাবে। এমনিতেই দেশের মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশেহারা, তাই বিদ্যুতের দাম বাড়ানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন জাতীয় পার্টি চেয়ারম্যান। বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সরকারকে আগাম প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।