বীমার দাবিকৃত অর্থ পেতে কেউ যেনো হয়রানির স্বীকার না হয় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপডেট সময় : ০২:৫৯:০১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বীমার দাবিকৃত অর্থ পেতে কেউ যেনো হয়রানির স্বীকার না হয় সে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বীমা নিয়ে আস্থা ও সঙ্কট সমাধানেও বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি । শিক্ষিত যুব সমাজের বেকারত্ব ঘোচাতে বীমা কোম্পানিগুলোকে একসাথে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাজধানীতে ১ম জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মানুষের সম্পদ ও জীবনের ঝুঁকির বিপোরীতে আর্থিক নিরাপত্তা হিসেবে কাজ করার পাশাপাশি সঞ্চয় সৃষ্টিতে ভুমিকা রাখে বীমা। উন্নত বিশ্বে বীমা অত্যন্ত জনপ্রিয় হলেও বাংলাদেশে বীমাশিল্প কাঙ্ক্ষিত উন্নতি লাভ করে নি প্রর্যাপ্ত প্রচার ও আস্থার অভাবে।
১৯৬০ সালে ১লা মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে মাত্র পনেরশো রুপি বেতনে যোগদান করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটি স্মরনে এ বছর ১ম জাতীয় বীমা দিবস পালন করছে সরকার।
সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মলেন কেন্দ্রে ১ম জাতীয় বীমা দিবসের উদ্বোধনী অনুষ্টানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুখী সমৃদ্ধি সোনার বাংলা গড়া এবং অর্থনৈতিক মুক্তি ছিল স্বাধীনতার মুল লক্ষ্য। তাই মানুষের জীবন মান উন্নয়নে কাজ করতে হবে সবাইকে।
গেল এগার বছরে বাংলাদেশে বীমা কোম্পানির সংখ্যা বেগে দাড়িয়েছে ৭৯টি। সরকার প্রধান বলেন, শিক্ষিত যুব সমাজের বেকারত্ব ঘোচাতে বীমা কোম্পানিগুলোকে কাজ করতে হবে একসাথে।
কোন রকম ভোগান্তি ছাড়া মানুষ যেনো সহজে বীমার টাকা পায় সে নির্দেশ দেন শেখ হাসিনা।
এর আগে বীমাখাতে বিশেষ অবদান রাখায় ৫ জনকে সম্মাননা পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।