টেকনাফে র্যাবের সঙ্গে গোলাগুলিতে সাত রোহিঙ্গা ডাকাত নিহত,বিপুল অস্ত্র, গুলি ও দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার
- আপডেট সময় : ১২:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে রেবের সাথে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত জকি গ্রুপের সাতজন নিহত হয়েছে। অন্যদিকে বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে আরেক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী। এ দুই ঘটনায় বিপুল অস্ত্র, গুলি ও সাড়ে ৪ কোটি টাকা মূল্যমানের দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শীর্ষ ডাকাতদের আস্তানা গাড়ার খবর আইন-শৃংখলা বাহিনীর কাছে নতুন কিছু নয়। তাই নিয়মিত টহলের অংশ হিসেবে রোববার ভোর রাতে রেবের একটি বিশেষ ইউনিট জাদিমোড়া-মোছনি রোহিংগা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড় এলাকা দিয়ে যাচ্ছিল। বিষয়টি আচ করতে পেরে রেবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পাহাড়ে লুকিয়ে থাকা ডাকাত সদস্যরা। এক পর্যায়ে আত্মরক্ষার্থে রেবও পাল্টা গুলি চালালে ডাকাত দলের কিছু সদস্য কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাসী করে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রত্যেকের পাশে পাওয়া যায় অস্ত্র ও গুলি। রেব জানায়, নিহতরা সবাই শীর্ষ রোহিঙ্গা ডাকাত- জকি গ্রুপের সক্রিয় সদস্য।
অন্যদিকে, টেকনাফের নীলা নোয়াপাড়া নাফনদী সীমান্তে বিজিবির সাথে কথিত বন্দুকযুদ্ধে মাদক কারবারে জড়িত নূর আলম নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। নিহত নূর আলম মিয়ানামার মংডু এলাকার জাফর আলমের ছেলে বলে জানিয়েছে বিজিবি।