সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার গুজব ছড়িয়ে নাশকতার মামলা বিচারকের অভাবে ঝুলে আছে
- আপডেট সময় : ১০:৪৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার গুজব ছড়িয়ে বগুড়ায় জামায়াত ও শিবির চক্রের নাশকতার মামলা বিচারকের অভাবে ঝুলে আছে। দীর্ঘ সাত বছরেও বিচার শেষ হয়নি। সাজা পায়নি অপরাধীরা।
২০১৩ সালের ৩ মার্চ জামায়াত-শিবির নেতাকমিরা সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়ায়। হাজার হাজার মানুষকে উত্তেজিত করে এসএ পরিবহন, করতোয়া কুরিয়ার, থানা, পুলিশ ফাঁড়ি এবং রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে আগুন দেয়। বিভিন্ন স্থানে সহিংসতায় প্রাণ হারায় ১২ জনের। অর্শতাধিক মামলা হয় বিভিন্ন থানায়।
সব ক’টি মামলার আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। পাঁচটি আদালতে শুরু হয় বিচার কাজ। কিন্তু অতিরিক্ত দায়রা জজ আদালত-তিন এর বিচারক ২ বছর এবং এক নম্বর আদালতে তিন মাস ধরে না থাকায় থেমে আছে বিচার কাজ।
বিচারক বসলেই আবার বিচার শুরু হবে। অপরাধীরাও সাজা পাবে জানালেন সরকারী এই আইনজীবী। সহিংসতায় জড়িত অপরাধীদের কঠোর শাস্তি দেখতে চান এ অঞ্চলের মানুষ।