সিলেটে ৫-তারকা মানের আধুনিক সব সুবিধাসম্পন্ন “হোটেল গ্রান্ড প্যালেস এন্ড রিসোর্টে’র বর্ণাঢ্য উদ্বোধন

- আপডেট সময় : ০৭:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ১৭৭০ বার পড়া হয়েছে
দুটি পাতা একটি কুঁড়ির শহর- পূণ্যভূমি সিলেটে বর্ণাঢ্য উদ্বোধন হলো ৫-তারকা মানের আধুনিক সব সুবিধাসম্পন্ন হোটেল গ্রান্ড প্যালেস এন্ড রিসোর্টের।
সিলেট নগরীর জল্লারপাড়ে গ্রান্ড প্যালেসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসময় তিনি বলেন, সিলেটে পর্যটন শিল্পের বিকাশে বিশেষ ভূমিকা রাখবে এসএ গ্রুপের এই গ্রান্ড প্যালেস হোটেল। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারীদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানান। মুজিব বর্ষে এসএ গ্রুপের এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেটের সিটি মেয়র আরিফুল হক এবং সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মোরশেদ আলম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ জানান, পর্যটকদের নিরাপদ ও আন্তর্জাতিক মানের আবাসন নিশ্চিত করতে এসএ গ্রুপের বৃহৎ প্রয়াসের অংশ– এই গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট। যোগ্য ও দক্ষ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা পূরণ করতে রংপুর ও সিলেটের পর, দেশের বিভিন্ন বিভাগীয় শহরে এই দেশীয় হোটেল চেইন চালুর পরিকল্পনার কথা জানান তিনি। এরপর অতিথিদের সঙ্গে নিয়ে প্রধান অতিথিসহ ব্যবস্থাপনা পরিচালক কেক কেটে হোটেলের উদ্বোধন করেন।