করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য দেশি-বিদেশী ৫ জনকে আলাদা রাখা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য দেশি-বিদেশী ৫ জনকে আলাদা রাখা হয়েছে বলে জানানো হয়েছে রোগতত্ত্ব গবেষণা ও নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের পক্ষ থেকে ।
আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত দেশের তালিকায় নতুন করে আরো ৬টি দেশ সংযুক্ত হয়েছে উল্লেখ করে, চীনের চেয়ে নতুন আক্রান্ত দেশেই তুলনামূলক রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান আইইডিসিআরের পরিচালক। দেশে করোনা ভাইরাস মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, কাউকে সন্দেহ হলেই আইসোলেশনে রাখা হচ্ছে।