এবার সিলেটে যাত্রা শুরু করলো এসএ গ্রুপের গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট

- আপডেট সময় : ১০:৫৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
এবার পূণ্যভূমি সিলেটে যাত্রা শুরু করলো পাঁচ তারকা মানের সব সুবিধাসম্পন্ন এসএ গ্রুপের গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট। মঙ্গলবার পর্যটন নগরী সিলেটের জল্লারপারে গ্রাণ্ড প্যালেসের আড়ম্বরপূর্ণ শুভ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সিলেটবাসীর দীর্ঘদিনের দাবী পূরণ করায় হোটেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা দেয়ার মাধ্যমে, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখাই, গ্রাণ্ড প্যালেস হোটেলের প্রধান লক্ষ্য। পাশাপাশি এর মাধ্যমে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও প্রতিষ্ঠানটির একটি বড় উদ্দেশ্য বলে জানান তিনি।
‘বাংলার রাষ্ট্র সীমায় তুমি সুন্দরী শ্রীভূমি।’ সিলেটের সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই তুলে ধরেছিলেন সিলেটের পরিচয়। সিলেটের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য যেমন হৃদয়কাড়া, তেমনি আতিথেয়তায়ও অনবদ্য।
জাফলং এর স্বচ্ছ নীল পানি, পাহাড়-টিলা, রাতারগুলের জলজ বনানী, চা বাগানের সতেজতায় আত্মহারা পর্যটকদের কাছে পছন্দের এক গন্তব্যের নাম সিলেট।
আধ্যাত্মিকতার শহর সিলেটে দেশী-বিদেশী লাখ লাখ পর্যটক প্রতিবছর ভ্রমনে আসেন। পর্যটকদের কাছে আন্তর্জাতিক মানের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে, রংপুরে অভাবনীয় সাফল্যের পর এবার সিলেটের জল্লারপার এ যাত্রা শুরু করলো পাঁচ তারকা মানের সকল সুযোগ-সুবিধা সম্পন্ন দেশীয় চেইন হোটেল গ্র্যান্ড প্যালেস । এর আধুনিক স্থাপত্য, বাহারী আলোর ঝাড়বাতি, মার্বেলের মেঝে নজর কাড়বে সবার। আছে
বুলেটপ্রুফ প্রেসিডেন্সিয়াল সুইট, অত্যাধুনিক জিমনেসিয়াম, রুফটপ একোরিয়াম সুইমিং পুলসহ আধুনিক জীবনের সব সুযোগ সুবিধা।
মংগলবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বেলুন, পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে এর জমকালো উদ্বোধন করেন। পরে হোটেলের বাংকুয়েট হলে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী ও বিশিষ্টজনেরা।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটবাসীর জন্য গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট মুজিববর্ষের সেরা উপহার। পর্যটন বিকাশে সরকারের পাশাপাশি বেসরকারি উদোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান ড. মোমেন। বিশেষ অতিথি সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও সংসদ সদস্য এম মোরশেদ আলম গ্রান্ড প্যালেস হোটেল ও রিসোর্টের গুনগতমান ও উৎকর্ষতায় সন্তোষ প্রকাশ করেন। আর গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টের কর্ণধার সালাহউদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মানে আইকনিক উদ্যোগ বাস্তবায়ন করতে বেসরকারি উদোক্তাদের দরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। এই বর্নাঢ্য উদযাপন শেষ হবার আগে গ্রান্ড প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দীন আহমেদ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও অন্যদের নিয়ে কেক কাটেন।