রাসায়নিক সারের পরিবর্তে মাটিতে জৈব সার প্রয়োগ করে টমেটোর বাম্পার ফলন
- আপডেট সময় : ১১:০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
রাসায়নিক সারের পরিবর্তে মাটিতে জৈব সার প্রয়োগ করে টমেটোর বাম্পার ফলন হয়েছে। দ্বিগুণ লাভের আশার স্বপ্ন দেখছে কুষ্টিয়ার কৃষকরা। মাটির উর্বরতা বৃদ্ধিতে জৈব সারের বিকল্প নেই জানালেন কৃষিবিদরা। এদিকে, অনুকূল পরিবেশ পাওয়ায় জামালপুরের চরাঞ্চলের পতিত জমিতে বিষমুক্ত টমেটোর ভাল ফলন হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলার কৃষি প্রধান এলাকা উজানগ্রাম ইউনিয়নে বিগত দিনে রাসায়নিক সার ব্যবহারে খরচের তুলনায় লাভ কম হতো কৃষকদের। তাই এবার জৈব সার প্রয়োগ করে টমোটোর বাম্পার ফলনে দ্বিগুণ লাভের স্বপ্ন দেখছে কৃষকরা।
জৈব সার মাটির উর্বরতা বৃদ্ধি করে। তাই সারের গুণগত মান পরীক্ষায় সদর উপজেলায় ১০টি প্রদর্শনী প্লট করা হয়েছে জানালেন কৃষি কর্মকর্তারা।
সরকারের উন্নয়ন পরিকল্পনা মাথায় রেখে বর্জ্য ব্যবস্থাপনা থেকে জৈব সার উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে কুষ্টিয়া পৌরসভা। অনুকূল পরিবেশ আর বীজের সহজলভ্যতার কারণে এবার জামালপুর জেলার ১ হাজার ৫শ’ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। রোগ বালাই না হওয়ার কারণে অল্প সময়ে গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পারবে বললেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। সব মিলিয়ে বন্যার ক্ষতি পুষিয়ে নিয়ে কৃষক টমেটো বিক্রি করে আগামী বোরো আবাদ ভালোভাবে করতে পারবে এমনই প্রত্যাশা সবার।