আলাদা ঘটনায় জামালপুর ও টাঙ্গাইলের মির্জাপুরে ২ জনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
আলাদা ঘটনায় জামালপুর ও টাঙ্গাইলের মির্জাপুরে ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জামালপুর সদরের রোহলী বোয়ালমারিতে এক কৃষককে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা।পুলিশ জানায়, গেল রাতে সদরের ইটাইল ইউনিয়রের রোহলী গ্রামে সরাফত আলীর বাড়িতে গরু চুরি করতে যায় দুই চোর।এ সময় সরাফত আলী তাদের ধরতে গেলে গরু চোর ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। এতে তার মৃত্যু হয়। এঘটনায় দুই চোরকে আটক করা হয়েছে।
অন্যদিকে, টাকা না দেয়ায় টাঙ্গাইলের মির্জাপুরে নুরুল হক নামে এক বৃদ্ধ বাবাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। গেলো রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে এ ঘটনা ঘটে।এঘটনায় ছেলে লাভলুর স্ত্রী রোকেয়াকে গ্রেফতার করা হয়েছে।