আলাদা ঘটনায় বরিশাল ও গাইবান্ধায় ২ জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আলাদা ঘটনায় বরিশাল ও গাইবান্ধার সুন্দরগঞ্জে ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বরিশালে নিজের গুলিতে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়,সকাল ১১টার দিকে বরিশাল জেলা পুলিশ লাইন্সের নতুন ৬তলা ব্যারাক ভবনের ছাদ থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় উল্লেখ করে চিরকুট লিখে গেলেও জামার পকেটে এক তরুনীর ছবি পাওয়া গেছে। প্রেমঘটিত কারণে আত্মহত্যা হতে পারে বলে ধারনা করছে পুলিশ। নিহত কনস্টেবললের নাম হৃদয় চন্দ্র সাহা।
এদিকে,গাইবান্ধার সুন্দরগঞ্জে বর্জ্রপাতে গৃহবধুর মৃত্যু হয়েছে। সকালে, সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের বলরাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবিতা রানী ওই গ্রামের রবি চন্দ্রের স্ত্রী।