পদ্মা নদীতে দুটি নৌকা ডুবির ঘটনায় একজনের মরদেহ এবং ১৭ জনকে জীবিত উদ্ধার
- আপডেট সময় : ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে পদ্মা নদীতে দুটি নৌকা ডুবির ঘটনায় একজনের মরদেহ এবং ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরের রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, বৃহস্পতিবার পবার ডাঙ্গেরহাট এলাকার পূর্নির সাথে বিয়ে হয় পদ্মার ওপারে চরখিদিরপুরের রুমনের। বৌভাতের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় চরখিদিরপুর এলাকা থেকে বর-কনে নিয়ে স্বজনরা ডাঙ্গেরহাট ফিরছিল। এসময় পদ্মার স্রোতে নৌকা দুটি ডুবে যায়। দুই নৌকায় ৩৫ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে ১৭ জন নারী ও ৬ জন শিশু। এদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধারের পর ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মরিয়ম নামে এক শিশু মারা যায়। দমকল বাহিনীর ডুবুরি দল ও বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে তল্লাশী চালাচ্ছে।