ইতালীতে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস
- আপডেট সময় : ০২:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
প্রাণঘাতী করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে ইতালীতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির ১৪টি প্রদেশের দেড় কোটির বেশি মানুষকে অবরুদ্ধ করে কোয়ারেনটাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ার পর এবার নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সবশেষ হিসেবে, করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৯৫ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ২৮৩ জন।
চীনে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনা ভাইরাস সংক্রমণ। দেশটিতে গেলো ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ২৭ জন। আর জানুয়ারির পর সবচেয়ে কম ৯৯ জন মানুষ আক্রান্ত হয়েছে সেখানে। এই নিয়ে কোভিড-নাইটিনে দেশটিতে সর্বমোট সংক্রমিত হয়েছেন ৮০ হাজার ৬৯৫ জন। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৭ জনের। এদিকে, পর পর দুইদিন করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। শনিবার নতুন করে ৩৩ জনের প্রাণহানিতে দেশটিতে সর্বমোট মৃত্যু হয়েছে ২৩৩ জনএর। আর ১ হাজার ২০০ জন সংক্রমিত হওয়াতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৩ জন। পরিস্থিতি নিয়ন্ত্রনে ১৪টি প্রদেশের দেড় কোটির বেশি মানুষকে অবরুদ্ধ করে কোয়ারেনটাইনে রেখেছে দেশটির সরকার।
এদিকে, করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যের পর নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ১৯ জন। আর সংক্রমিত হয়েছে ৪৪২ জন। ইরানে আরো ২১ জনের প্রাণহানিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জন। সবশেষ হিসেবে, করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৯৫ জনের। এর মধ্যে চীনের বাইরে মারা গেছেন ৪৯৮ জন। আর ভাইরাসটিতে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ২৮৩ জন।
এখন পর্যন্ত করোনাভাইরাসের কোন প্রতিষেধক আবিস্কার না হওয়া ও নিঃশ্বাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় ভাইরাসটি এখন বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম। তবে কোভিড-নাইটিনে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ শতাংশের বেশি মানুষ। আর আক্রান্তের মধ্যে মারা গেছেন ৩ শতাংশের কিছু বেশি মানুষ।