ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় মামলা করা হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে বিজয়নগর থানায় মামলাটি করেন খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার। মামলায় বাসের মালিক (অজ্ঞাত) ও চালককে (অজ্ঞাত) আসামি করা হয়েছে। বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার বাদী এসআই প্রেমধন মজুমদার বলেন, বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বাসের গতি বেশি এবং ডান দিকে বেশি চাপিয়ে চলছিল। আর পরিবহন আইন অনুযায়ী বাসের বক্সে পরিবহনের মালামাল নেয়া যাবে না। কিন্তু বাসের বক্সে অতিরিক্ত মালামাল রাখা হয়েছিল। এগুলো আমরা এজহারে উল্লেখ করেছি। এর আগে ৬ মার্চ এ সড়ক দুর্ঘটনা ঘটে।