কিশোরগঞ্জে জমি দখল করে জেলা প্রশাসনের স্কুল নির্মাণের প্রতিবাদে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৭০৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস, খেলার মাঠ এবং পুকুরসহ ১২০ কোটি টাকার জমি দখল করে জেলা প্রশাসনের উদ্যোগে বিয়াম ল্যাবরেটরী স্কুল নির্মাণের প্রতিবাদে আন্দোলনে নেমেছে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
সকালে ক্লাস বন্ধ রেখে স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মাসুদ আল মামুন খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আবদুল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবির, প্রাক্তন ছাত্র শিপন করিম, মাহমুদুল হাসান, খালেদ শামস তুষার, খালেদ মোসাদ্দেক টুটু এবং কামরুল ইসলাম উজ্জ্বল।