নতুন করে আরো তিনটি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
নতুন করে আরো তিনটি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, ওই ক্ষেপণাস্ত্রগুলো পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর সোন্দোক থেকে নিক্ষেপ করা হয়েছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। উত্তর কোরিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, কোরীয় দ্বীপের শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলে দাবি করছে দক্ষিণ কোরিয়া। একই দাবি জাপানের। তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, ওই ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং তা জাপানের অর্থনৈতিক অঞ্চলে পড়েনি। এক সপ্তাহ আগে দু’টি প্রজেক্টাইল মিসাইল উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া।