দেশের সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এবার শীর্ষস্থান দখল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়
- আপডেট সময় : ০১:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
দেশের সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এবার শীর্ষস্থান দখল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২০১৯ সালে গবেষণার ক্ষেত্রে এমন চমক দেখালো এ বিশ্ববিদ্যালয়টি। দেশের নামকরা ১৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জরিপ চালিয়ে এ ফল প্রকাশ করেছে নেদারল্যান্ডের প্রতিষ্ঠান স্কোপাস। এমন অর্জনে খুশি বিশ্ববিদ্যালয় পরিবার। তবে এখন বিশ্বমানের রেংকিংয়ে যেতে, নানা বাধা কাটিয়ে ওঠার দিকেই মনোযোগী হওয়ার তাগিদ দিচ্ছেন গবেষকরা।
গবেষণায় এবার প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কেও হার মানিয়ে রেকর্ড গড়লো রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্বমানের গবেষণার অন্যতম ডাটাবেজ স্কোপাসের ২০১৯ সালের জরিপে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখন সবার শীর্ষে। আন্তর্জাতিক পরিসরে গবেষণায় যুক্ত হতে তথ্যপ্রযুক্তির সুবিধা নিশ্চিত করা হয়েছে এই ক্যাম্পাসে। নতুন নতুন জ্ঞান সৃষ্টির কাজে গবেষকরা এর সর্বোত্তম ব্যবহার করছেন। ফলে এমন সাফল্য এবার ধরা দিয়েছে হাতে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আর্সেনিক, সাপের বিষ ও প্রাণিজগতসহ নানা বিষয়ভিত্তিক গবেষণায় সাফল্যে একাধিক জাতীয় পদক পেয়েছেন এখানকার গবেষকরা। এরই ধারাবাহিকতায় এবার দেশসেরার স্বীকৃতি পেল এ বিশ্ববিদ্যালয়।
তবে এই জরিপের ফলাফলে অবশ্য খুব একটা সাফল্য দেখছেন না আন্তর্জাতিক অঙ্গনের গবেষকরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের রেংকিং প্রতিযোগিতার পেছনেই ছুটতে হবে। এ জন্য গবেষণাখাতে পর্যাপ্ত বরাদ্দ ও গবেষকদের মেধার মূল্যায়নের পরিবেশ সৃষ্টি করা জরুরি। স্কোপাসের জরিপে গবেষণা রেংকিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান তৃতীয় এবং এ তালিকায় চতুর্থস্থানে রয়েছে বুয়েট।