আলাদা সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ১৪, আহত ৪
- আপডেট সময় : ০৬:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, জামালপুর ও ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ১৪ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে টাঙ্গাইলের মির্জাপুরে মাটিভর্তি ট্রাক, সিএনজি চালিত অটো রিক্সা ও প্রাইভেট কারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত ও আরো দু’জন আহত হয়।
নিহতরা সবাই সিএনজি অটোরিকসার যাত্রী। এরা হলেন, বেলতৈল গ্রামের খলিল মিয়ার ছেলে হৃদয়, কুড়াতলী গ্রামের জহুর উদ্দিনের ছেলে সোনাম উদ্দিন, একই গ্রামের হাশেম আলীর ছেলে মাশরাফুল, হাফিজউদ্দিন ও তার মেয়ে রেনু আক্তার এবং ঘাঘরাই গ্রামের জাকির হোসেন। আহতদেরকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জাপুর থানার ওসি জানান, ‘ড্রাম ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকার ধামরাইয়ের কাওয়ালীপাড়া-বালিয়া সড়কের মাদারপুরে যাত্রীবাহী ইজিবাইকের উপর গাছচাপা পড়ে ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। স্থানীয়রা জানায়, দুপুরে ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা নিয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন তারা। এসময় সড়কের দু’পাশে কাটতে থাকা গাছ তাদের ইজিবাইকের উপর পড়ে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা দামুড়হুদা থানার দারোগা মিল্টন সরকার নিহত হয়েছেন। গেলরাতে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের ওদুদ শাহ কলেজের সামনে ট্রাকচাপায় সে নিহত হয়। মিল্টনের বাড়ি ঝালকাঠি জেলায়। পুলিশ জানায়, ঘাতক ট্রাক ও চালককে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।এদিকে, জামালপুরে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক শাহীন মিয়া নিহত হয়েছে। নিহতের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায়।
দিনাজপুরে মোটরসাইকেলের ধাক্কায় হবিবর রহমান নামে এক কলেজ কর্মচারী নিহত হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর শহরের মাতাসাগর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। হবিবুর রহমান দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের কর্মচারী ছিলেন।