দেড় ডজন মামলার আসামি কবির হোসেন ওরফে মিনকো দু’দলের বন্দুকযুদ্ধে নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৭০১ বার পড়া হয়েছে
বগুড়া শহরের কলোনি এলাকার কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ দেড় ডজন মামলার আসামি কবির হোসেন ওরফে মিনকো দু’দলের বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
পুলিশ জানায়, গেল রাতে শহরের মালতীনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে অভিযান চালানো চালানো হয়। এসময় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, ৮ রাউন্ড রিভলবারের গুলি, একটি ওয়ান শুটার গান, একটি লম্বা চাপাতি এবং একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করেছে। নিহত মিনকো চকফরিদ কলোনি এলাকার আজিজুল হকের ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসী চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।