মশক নিধনের কাজ সেভাবে চলছে না

- আপডেট সময় : ০৩:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
শপথ নেয়ার পর নতুন ও ওয়ার্ড কাউন্সিলররা দায়িত্ব গ্রহন না করায়, মশক নিধনের কাজ সেভাবে চলছে না বলে আদালতকে জানিয়েছেন দক্ষিন সিটির আইনজীবী। ২০১৯ সালে ডেঙ্গু মহামারি আকার ধারণ করার নেপথ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন পুরোপুরি দায়ী বলেও মন্তব্য করে উচ্চ আদালত।
অবকাশকালীন ছুটির এক সপ্তাহ পর শুনানির দিন ঠিক করে হাইর্কোট। এর আগে, ডেঙ্গু নিয়ন্ত্রণের ব্যর্থতায় আদালতে দেয়া বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন উপস্থাপন করে রাষ্ট্র্রপক্ষ। ২০১৯ সালে ডেঙ্গুর প্রাক মৌসুমের জন্য দায়ী কে, তদন্ত কমিটি সেটা বেড় করতে পারেনি বলে মন্তব্য করে হাইর্কোট। বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চে এ প্রতিবেদনের উপর শুনানি হয়। এর আগে, ডেঙ্গুর বিষয়ে বিচার বিভাগীয় প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়। এ সময় প্রতিবেদনের সাথে দ্বিমত পোষন করেন দক্ষিন সিটির আইনজীবী। প্রতিবেদনে ডেঙ্গু ল্যাব টেষ্টের ফলাফল আসেনি এবং আমদানি করা ওষুধ মাঠ পর্যায়ে প্রয়োগ হয়নি বলে অভিযোগ করেন সিটি কর্পোরেশনের আইনজীবী।