মুক্তি পেয়েছেন উইকিলিকস-এর সূত্র হিসেবে কাজ করা চেলসি ম্যানিং

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
- / ১৬০৪ বার পড়া হয়েছে
মার্কিন সেনা গোয়েন্দা সংস্থার সাবেক বিশ্লেষক ও উইকিলিকস-এর সূত্র হিসেবে কাজ করা চেলসি ম্যানিং জেল থেকে মুক্তি পেয়েছেন।
সম্প্রতি ম্যানিং-এর আইনজীবীরা দাবি করেন, তিনি কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এর অল্প সময় পর বৃহস্পতিবার কারামুক্ত হন ম্যানিং। ইরাকে গোয়েন্দা তথ্য বিশ্লেষক হিসেবে কাজ করার সময় উইকিলিকসের কাছে কয়েক লাখ মার্কিন সামরিক গোপন নথি ফাঁস করে দেন চেলসি ম্যানিং। এর বিচারে ২০১৩ সালে মার্কিন আদালত তাকে ৩৫ বছরের কারাদণ্ড দেয়। তবে ২০১৭ সালের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশে মুক্তি পান তিনি। সর্বশেষ ২০১৯ সালে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে এক তদন্তের তার জবানবন্দি চাওয়া হয়। তবে তিনি জবানবন্দি দিতে রাজি না হওয়াতে আবার তাকে আটক করা হয়।