আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে নড়াইল সদর উপজেলায় শাফি নামে এক যুবককে কুপিয়ে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে শাফি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
পুলিশ জানায়, কামাল প্রতাপ গ্রামের বিদ্যুত জমাদ্দার ও বাবুল শেখের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিলো। গেলো রাতে শাফি কামালপ্রতাপ বাজারে একটি চায়ের দোকানে বসেছিল। এসময় প্রতিপক্ষ বিদ্যুত জমাদ্দারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে শাফিকে কুপিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। শাফি ওই গ্রামের বজলু মোল্যার ছেলে।