করোনাভাইরাস প্রতিরোধে দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর ও স্থলবন্দর বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন

- আপডেট সময় : ০৮:০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৬০৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাস প্রতিরোধে দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর ও স্থলবন্দর বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সকালে উচ্চ আদালতে এ রিট আবেদন করেন ড. মোহাম্মদ ইউনুস আলী আকন্দ। বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চে সোমবার এই রিট আবেদন শুনানির কথা রয়েছে। বৈশ্বিক করোনা ভাইরাসের প্রভাব থেকে দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সরকার বন্ধ না করায় রাষ্ট্রের সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে দেশ ও জাতিকে মুক্ত রাখতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিমানবন্দর ও স্থলবন্দর বন্ধ করা জরুরি বলেও দাবি করেন রিটকারী। ভারতসহ বিশ্বের অন্যদেশসমুহ তাদের শিক্ষা প্রতিষ্ঠান ও বিমানবন্দর ও স্থলবন্দর বন্ধ ঘোষণা করলেও সরকার এ বিষয়ে নিরব ভূমিকা পালন করছে বলেও দাবি করেন ড. মো: ইউনুস আলী আকন্দ।