সারাদেশে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে জাতির পিতার জন্মশতবার্ষিকী
- আপডেট সময় : ০৩:৫৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সারাদেশে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।
রাজশাহী সেনানিবাসে অবস্থিত স্বাধীন বাংলাদেশে স্থাপিত পদাতিক বাহিনীর দ্বিতীয় রেজিমেন্ট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় সেনানিবাসের শহীদ কর্নেল জাহিদ গেইটের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে কর্মরত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এসইউপি, এনডিসি এবং পিএসসিসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সেনাসদস্য, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
সাভার ও ধামরাইয়ে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে আতশবাজির মধ্য দিয়ে শুরু হয় জন্মশতবার্ষিকীর আনুষ্ঠানিকতা। পরে উপজেলা চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
নেত্রকোনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাত ১২টায় কেক কাটা হয়েছে। আতশবাজি ফুটিয়ে শহরের মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এই কর্মসূচি উদযাপন করা হয়।
মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। খুব সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সুচনা করা হয়।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে মুজিববর্ষের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রাত ১২ টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে শত মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে সেখানে কেক কাটা হয়।