দিনাজপুর ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে

- আপডেট সময় : ০৬:৩৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
দিনাজপুর ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।
দিনাজপুরের হাকিমপুরে ট্রাক্টরের ধাক্কায় সাদেকা নামের এক নারী নিহত হয়েছে। পুলিশ জানায়,সিংড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পেছন থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক্টর সাদেকাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
—-
মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় তারা বিশ্বাস নামে একজন নিহত হয়েছেন। গেলো রাত ৮টার দিকে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক সড়কের নূরপুর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা বিশ্বাস কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের ছকাপন এলাকার বাসিন্দা ছিলেন।