সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৪ আহত অন্তত ২০
- আপডেট সময় : ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
নরসিংদী, ময়মনসিংহ, হবিগঞ্জ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
নরসিংদীতে ট্রাক ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ৬ জন। স্থানীয়রা জানায়, নরসিংদীর সীমান্ত এলাকা কান্দাইল থেকে একটি পিক-আপ করে শেখেরচর বাবুরহাটে যাওয়ার পথে ঢাকাগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে স্কুল ছাত্র শাহীন ঘটনাস্থলেই নিহত হয়।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস চাপায় সিএনজি অটোরিকশাতে থাকা ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ কামারখন্দে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভারসহ বাসের ১০ যাত্রী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া এগারটার দিকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ওভারট্রেকিং করছিলো। এ সময় বিররীত দিক থেকে আসা বগুড়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।