কুড়িগ্রাম জেলা প্রশাসনের অনিয়মের বিরুদ্ধে বিচার চেয়ে হাসপাতাল ছাড়লেন সাংবাদিক আরিফুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম জেলা প্রশাসনের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ভ্রাম্যমান আদালতের নির্মম নির্যাতনের বিচার চেয়ে হাসপাতাল ছাড়লেন সাংবাদিক আরিফুল ইসলাম।
এক সপ্তাহ চিকিৎসার পর বিকেলে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ছেড়ে বাসায় যান তিনি। ১৩ মার্চ মধ্যরাতে বাসার দরজা ভেঙ্গে সাংবাদিক আরিফুলকে ধরে নিয়ে আসে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরে সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনের নির্দেশে তাকে এনকাউন্টার দেয়ার চেষ্টা চালায় আরডিসি নিজাম উদ্দিন এবং বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়। পরে ভ্রাম্যমান আদালত মাদকের মামলায় ১ বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করে তাকে জেলে পাঠায়। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হলে জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীনসহ ৩ ম্যাজিস্ট্রেকে প্রত্যাহার করে নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।