করোনাভাইরাস রোধে ভারত জুড়ে ‘জনতা কার্ফু’

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৬১১ বার পড়া হয়েছে
করোনাভাইরাস রোধে ভারত জুড়ে ‘জনতা কার্ফু’ চলছে । এই ভয়াল আতঙ্কের মোকাবিলায় যে সর্বাত্মক প্রয়াস চলছে জনতা কার্ফু তারই একটি অংশ।
আজ় সকাল সাতটা থেকে গোটা ভারত জুড়ে শুরু হয়েছে জনতা কারফিউ। করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীর কাছে সময় চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম পর্যায়ে এই কারফিউ চলবে ১৪ ঘণ্টা । রোববার হলেও সকাল থেকে গণ পরিবহণ এবং বাজারগুলিতে সুনশান পথঘাট। বন্ধ রয়েছে নিউ মার্কেট সহ একাধিক বড় বাজার। রেস্তরাঁ, পানশালা, নাইট ক্লাব, বিনোদন পার্ক, জাদুঘর, চিড়িয়াখানাও বন্ধ থাকছে। গত বৃহস্পতিবার করোনাভাইরাসের সংক্রমণ রুখে দিতে জনতার কাছে স্বেচ্ছায় ঘরবন্দি থাকার আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক দূরত্ব তৈরি করতে ও মানুষের স্বার্থে জনতা কারফিউ ডাকা হয়েছে।