করোনাভাইরাসে ইতালিতে ২৪ ঘণ্টায় আরও ৬৫১ জন মারা গেছে
- আপডেট সময় : ১১:১৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে ইতালিতে ২৪ ঘণ্টায় আরও ৬৫১ জন মারা গেছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ৪৭৬ জনে দাঁড়িয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১১২ জন করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারালেন। দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। যুক্তরাষ্ট্রে এখন করোনায় মৃতের সংখ্যা ৪১৪ জন। সবচেয়ে বেশি বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক।
ইতালি সরকার করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। অব্যাহত রয়েছে জরুরি অবস্থা। করোনার ভয়ানক আঘাতে দিনদিন দেশটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। ইউরোপে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক মৃত্যুর মধ্যে অর্ধেকেরও বেশি ইতালির উত্তরাঞ্চলীয় শহর লম্বার্ডিয়ায়। করোনাভাইরাসে কমপক্ষে ১৮ জন চিকিৎসক মারা গেছেন দেশটিতে। এদিকে, সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, মহামারি করোনাকে প্রতিরোধে ও প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার রোধে নিউইয়র্ক অঙ্গরাজ্য কর্তৃপক্ষ কেন্দ্রীয়ভাবে আরও বেশি পদক্ষেপ নেয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী শুধু নিউইয়র্কেই করোনায় আক্রান্ত হয়ে ১১৪ জন প্রাণ হারিয়েছেন। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দেশটিতে প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছেই।