আমদানিকারকদের বিশেষ অনুরোধে একদিনের জন্য সচল হয়েছে ভোমরা স্থলবন্দর
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আমদানিকারকদের বিশেষ অনুরোধে একদিনের জন্য সচল হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর । ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন এলাকায় কাঁচামালবাহী অনেক ট্রাক আটকে থাকায় সকাল থেকে বন্দরের সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়।
তবে আগামী কাল বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোশিয়েশনের সভাপতি এম আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও কেন্দ্রীয় সরকার কোলকাতা, দিল্লী, মুম্বাইসহ ৮০ টি শহরে লক ডাউন ঘোষণা করেছে।