শ্রমিক ও পুলিশের সংঘর্ষে নিহতের ঘটনায় ১ হাজার ১শ’ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০২:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ১৭০৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের বিরলে রূপালী বাংলা জুটমিলের শ্রমিক ও পুলিশের সংঘর্ষে নিহতের ঘটনায় বিরল থানায় ১ হাজার ১শ’ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এতে গ্রেফতার আতংকে রয়েছেন শ্রমিকসহ এলাকাবাসী।
এদিকে, শ্রমিক-পুলিশ সংঘর্ষ ও একজন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম ও বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমানকে নিয়ে ২ সদস্যের একটি এবং জেলা পুলিশের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশের কমিটিতে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শচিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল। উভয় কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। গত বুধবার রাতে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষুব্ধ হলে শ্রমিক ও পুলিশের সংঘর্ষে গুলিতে এক দোকানী নিহত হয়।