রংপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটোরিকশার দুই নারীসহ চার যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই নারীসহ চার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে পার্বতীপুর থেকে বোনারপাড়াগামী একটি লাইট ইঞ্জিন অন্নদানগর স্টেশনের রেল ক্রসিংয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। অপর চার যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যান। নিহতরা হলেন- সুমি আক্তার, নূর জাহান, অটোরিকশার চালক দূখু মিয়া ও মোস্তাফিজুর রহমান।