করোনা ভাইরাস নিয়ে সারাবিশ্বের সাথে বাংলাদেশের মানুষও শংকিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
- / ১৬১৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, করোনা ভাইরাস নিয়ে সারাবিশ্বের সাথে বাংলাদেশের মানুষও শংকিত। দেশে মহামারী আকারে না আসলেও সরকার করোনা মোকাবেলায় তৎপর রয়েছে।
দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
হানিফ বলেন, করোনা ভাইরাস রোধে প্রথম কাজ হচ্ছে ঘরে থাকা এবং অন্যের সংস্পর্শ থেকে মুক্ত থাকা। করোনা ভাইরাসের বৈশিষ্ট্য হলো এক দেহ থেকে আরেক দেহে সংক্রমিত হওয়া। সেজন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং এই দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী উপস্থিত ছিলেন।