রাজধানীর বাজারে বেড়েছে চালের দাম
- আপডেট সময় : ১১:২৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে বেড়েছে চালের দাম। ব্যবসায়ীরা স্বীকার না করলেও ক্রেতাদের দাবি, কেজিতে ৩ থেকে ৪ টাকা এবং বস্তা প্রতি ২শ’ টাকা বেড়েছে। এদিকে আমদানি কম থাকায় বেড়েছে মাছ, মাংস ও মুদিপণ্যের দামও। আর কাচঁ সবজির সরবরাহ পর্যাপ্ত থাকালেও দাম নাগলের বাহিরে।
রাজধানীতে খুব বেশি প্রয়োজন না হলে ক্রেতারা বাজারমুখী না হওয়ায় বিক্রি কমে গেছে। কারওয়ান বাজারে চাল কিনতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। কাঁচা বাজারে সরবরাহ যথেষ্ট রয়েছে, তবে বাজারে ক্রেতা শূণ্যতায় ব্যবসায়ীরা আলু ছাড়া বেশির ভাগ সবজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করছে। এদিকে, নিত্যপণ্যের বাজারে দাম নিয়ে ভিন্নমত দেখা গেছে। বর্তমানে সয়াবিন বিক্রি হচ্ছে একশ’ টাকা লিটার, পাইকারি বাজারে দাম বেড়েছে কিছু মুদিপণ্যের। মুসুর ডাল কেজিতে বেড়েছৈ ১০ টাকা; কমেছে আদা রশুনের দাম আর অপরিবর্তিত আছে পেয়াঁজের দাম ।
মাছের বাজারে ইলিশের হালি বিক্রি হচ্ছে ২ থেকে আড়াই হাজার টাকা। বেড়েছে অন্য মাছের দাম। ঢাকার যাত্রাবাড়িসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা জানান, করোনার প্রভাব মাংসের বাজারে পড়েনি। আমদানি ও ক্রেতার অভাবে দাম কিছুটা বেড়েছে।
তবে সরকারি ছুটি ও করোনা আতঙ্কে বেশিরভাগ মানুষ গ্রামে চলে যাওয়া রাজধানীর অধিকাংশ বাজার এখনো অনেকটাই ফাঁকা