৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ১২:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় নতুনটি চারটিসহ মোট ৫টি প্যাকেজে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্থিক সহায়তার প্যাকেজ, সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বাড়ানো, সরকারি ব্যয় বাড়ানো ও মুদ্রা সরবরাহ বৃদ্ধি এ চারটি পদক্ষেপের সমন্বয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেন। প্রত্যেকে যার যার অবস্থানে দুর্নীতিমুক্ত থেকে আন্তরিকতার সাথে কাজ করলে যে কোন পরিস্থিতি মোকাবিলা করতে পারবে বাংলাদেশ, এমন প্রত্যয়ের কথাও জানান প্রধানমন্ত্রী।
করোনা সংকটের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের কর্মপরিকল্পনা ঘোষণা করতে রোববার গণভবনে ভিডিও প্রেস কনফারেন্স এর এ আয়োজন।
বিশ্বব্যাপী মহামারী কোভিড নাইনটিন বা করোনার ভয়াবহ প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সঠিক সময়ে যথার্থ পদক্ষেপ নেয়ায় বাংলাদেশে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
তবে এ দীর্ঘমেয়াদী সংকটে বৈশ্বিক অর্থনীতি মন্দার আঁচ বাংলাদেশে পড়তে পারে এমন আশংকার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, শেয়ার বাজার ও বৈদেশিক আয়ে নেতিবাচক প্রভাব পরায় চলতি অর্থবছর শেষে বাজেটে ঘাটতি বাড়তে পারে। তবে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বাড়ানো হবে সরকারী ব্যয়।
সম্ভাব্য সংকট কাটিয়ে উঠতে সরকারের নেয়া স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী নানা পদক্ষেপের কথা তুলে ধরে সরকার প্রধান। আর্থিক সহায়তার প্যাকেজ, সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বাড়ানো, সরকারি ব্যয় বাড়ানো ও মুদ্রা সরবরাহ বৃদ্ধি এ চারটি পদক্ষেপের সমন্বয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেন। আর্থিক খাতগুলো সচল রাখতে প্রায় ৭৩ হাজার কোটি টাকা আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি।
সংকট দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশে আর্থিক ক্ষতির পরিমান তিন বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আর্থিক সহায়তার প্যাকেজগুলো দ্রুত বাস্তবায়িত হলে জাতীয় অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধির কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে।
সবাইকে দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিও আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আশা প্রকাশ করে বলেন, সব প্রতিকূলতা মোকাবিলা করেই বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।