মারাত্মক ঝুঁকিতে রয়েছে বগুড়ার কারাগার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
ধারণ ক্ষমতার তিনগুণ বন্দী নিয়ে করোনা ভাইরাসের মারাত্মক ঝুঁকিতে রয়েছে বগুড়ার কারাগার। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে বন্দী ও তার স্বজনেরা। এদিকে, কারা কর্তৃপক্ষ বলছে, লঘু সাজাপ্রাপ্ত বন্দীদের মুক্তির উদ্যোগ নেয়া হচ্ছে।
বগুড়া কারাগারের ধারণ ক্ষমতা ৭২০ জন। এখন সেখানে বন্দী আছে ২ হাজার ১৬৫ জন। এদের মধ্যে একশ’ নারী ও চারজন দুগ্ধপোষ্য শিশু। সামাজিক দূরত্ব বজায় রাখাতো দূরের কথা, গাদাগাদি করে বন্দীরা রয়েছে কারাগারে। এতে করোনা ভাইরাসের মারাত্মক ঝুঁকিতে রয়েছে সবাই।
করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দিন দিন আতঙ্ক, উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে বন্দীদের। জামিনে মুক্তির দাবি স্বজনদের।
বন্দী কমাতে ১৫৯ জনকে মুক্তি দেয়ার তালিকা তৈরি করা হয়েছে বলে জানালেন জেইলর।
বন্দীদের সুরক্ষায় কারাগারে দ্রুত বিশেষ উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।