ভারতে করোনায় নতুন করে ৩২ জনের মৃত্যু, সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩২ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে।
করোনার বিস্তার ঠেকাতে ২১ দিনের লকডাউন কর্মসূচির মধ্যেই দেশটিতে মৃতের সংখ্যা একশ ছাড়াল। অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যাও সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো এসব তথ্য দিয়েছে । গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০৬৭ জন। এদের মধ্যে ১৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ভারতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩১৪জন। মারা গেছেন ১১৮ জন।