গোপালগঞ্জে মানুষের পাশে দাঁড়িয়েছেন শেখ ফজলুল করিম সেলিম ও তার ছেলে
- আপডেট সময় : ০৭:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / ১৬০২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও তার ছোট ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। কয়েক ধাপে প্রায় ২৫ হাজার অসহায় দু:স্থ মানুষের কাছে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।
এ এক বিশাল কর্মযজ্ঞ। লক্ষ্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। ছাত্রলীগের একদল কর্মী প্রতিদিনই বিভিন্ন উপকরণ দিয়ে খাদ্য সহায়তার প্যাকেট তৈরি করছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও তার ছোট ছেলে ব্যারিষ্টার শেখ ফজলে নাঈমের পক্ষ থেকে খাদ্য সহায়তা কয়েক ধাপে পৌঁছে দেয়া হচ্ছে। এ সব খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেয়াজ, লবন, সাবন ও একটি লিফলেট। এ সময় সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য সচেতন করা হচ্ছে।
ঘরবন্দি সাধারণ মানুষ বাইরে বের হতে না পেরে আর্থিক অভাবের খাবার কিনতে পারছিলেন না। তবে সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও তার ছোট ছেলে ব্যারিষ্টার শেখ ফজলে নাঈমের পক্ষ থেকে এ সব খাদ্য সহায়তা পাওয়ায় খুশি তারা।
শেখ ফজলুল করিম সেলিম ও তার ছোট ছেলে ব্যারিষ্টার শেখ ফজলে নাঈমের পক্ষ থেকে খাদ্য সহায়তা মানুষের কাছে পৌঁছে দেয়ার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ছাত্রলীগের এ নেতা।
মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেয়ায় ধন্যবাদ জানিয়ে সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ঘরবন্দি মানুষকে খাদ্য সহায়তা মাধ্যমে এক উজ্জ্বল দৃষ্ঠান্ত স্থাপন হবে এমনটাই মনে করেন গোপালগঞ্জবাসী।