কিছু এলাকা লকডাউন তবে, চিকিৎসা ও খাদ্যদ্রব্যের জরুরি পরিসেবা চালু

- আপডেট সময় : ০৪:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর বেশ কিছু এলাকা ও মহল্লায় লকডাউন ঘোষনা করেছে সরকার। তবে চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহের মতো জরুরি পরিসেবা চালু আছে। মোড়ে মোড়ে তল্লাশি করছে পুলিশ। কোথাও কোথাও সীমিত আকারে সবজি ও মুদিপণ্য বিক্রি হচ্ছে। বিপাকে পড়া নিম্ন আয়ের মানুষ সরকারি সহযোগিতার দাবি জানিয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকার বেশ কিছু এলাকা ও মহল্লায় লকডাউন ঘোষনা করেছে সরকার। এতে করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের সাধারণ মানুষ ।
আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছে। উল্টো পথে চলাচল করতে না দেয়ার পাশাপাশি প্রয়োজনীয় খাদ্যপণ্য প্রদানে কাজ করছে।
বেশ কিছু রাস্তায় রিকশা চলাচলে বাঁধা দেয়া হচ্ছে। এতে করে জীবিকা নিয়ে অনিশ্চয়তার কথা জানান তারা।
করোনার ভয়াল থাবায় বিপন্ন আজ সারা বিশ্বের মানুষ। এই অচলাবস্থা একদিন কেটে যাবে বলে আশা করছেন সবাই।