সাতক্ষীরা, গোপালগঞ্জ ও কুষ্টিয়ায় সামাজিক দুরত্ব না মানায় জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সাতক্ষীরা, গোপালগঞ্জ ও কুষ্টিয়ায় সামাজিক দুরত্ব না মানা ও দোকান খোলা রাখায় কয়েকজনের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সাতক্ষীরায় অহেতুক ঘোরাঘুরি করায় গত ২৪ ঘণ্টায় ৩১ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রশাসনের পক্ষ থেকে নারায়নগঞ্জ থেকে দেবহাটায় আসা ৪টি পরিবারকে লক ডাউন করা হয়েছে।
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও দোকান খোলার অপরাধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত কাশিয়ানী, কোটালীপাড়া ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যামাণ আদালত।
কুষ্টিয়া মিরপুর ও সদর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে অভিযানে চালিয়ে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।