বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি
- আপডেট সময় : ০৮:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর খুনি বরখাস্ত হওয়া ক্যাপ্টেন আব্দুল মাজেদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম হেলাল উদ্দিন চৌধুরী এই পরোয়ানা জারি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, আগামী ২১ দিনের মধ্যে উচ্চ আদালতের ফাঁসির রায় কার্যকর করবে কারা কর্তৃপক্ষ। এদিকে, ক্যাপ্টেন মাজেদ গ্রেফতার হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ক্যাপ্টেন মাজেদ ছিলো দুর্ধর্ষ প্রকৃতির।
দুপুরে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় বঙ্গবন্ধুর খুনি বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাজেদকে।
এ সময় বিচারকি তার বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার রায় পড়ে শোনান এবং মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করেন। পরে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন রাষ্ট্র পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
তিনি জানান, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে, আগামী ২১ দিনের মধ্যে উচ্চ আদালতের ফাঁসির রায় কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।
ক্যাপ্টেন মাজেদ গ্রেফতার হওয়ায়, ভার্চুয়াল মিডিয়ায় পাঠানো এক বার্তায় সন্তুষ্টি প্রকাশ করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
মঙ্গলবার ভোর রাতে রাজধানীর মিরপুর সাড়ে ১১ এলাকা থেকে আটক করা হয় বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডাদেশ পাওয়া পলাতক থুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদকে।