মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি
- আপডেট সময় : ১২:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বরখাস্তকৃত ক্যাপ্টেন আবদুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার বিকেলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার এ আবেদন করেন মাজেদ। আর রাতেই প্রাণভিক্ষার ওই আবেদন নাকচ করেন রাষ্ট্রপতি।
কারা কর্তৃপক্ষের মাধ্যমে আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদনটি স্বরাষ্ট্রমন্ত্রণালয় হয়ে বঙ্গভবনে পৌঁছায়। এরপরই তা খারিজ করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এটি প্রত্যাখ্যাত হওয়ায় কারা কর্তৃপক্ষের সামনে দণ্ড কার্যকরে আর কোনো বাধা থাকছে না। এরই মধ্যে মাজেদের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারেই ফাঁসির মঞ্চ করা হয়েছে। মাজেদের ফাঁসি ওই মঞ্চে কার্যকর করা হলে, এটাই হবে নতুন করে স্থাপিত এই কারাগারে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। তবে ফাঁসি কার্যকরের আগে নিয়মানুযায়ী, পরিবারের সাথে শেষ দেখা করার সুযোগ পাবেন মাজেদ। এর আগে, বুধবার দুপুরে আদালতে হাজির করা হলে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ৈএম হেলাল উদ্দিন চৌধুরী তার মৃত্যুর পরোয়ানা জারি করেন। কারা কর্তৃপক্ষ পরোয়ানা হাতে পেয়ে পড়ে শোনানোর পর, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান আব্দুল মাজেদ। মঙ্গলবার ভোররাতে মিরপুর সাড়ে ১১ এলাকা থেকে আব্দুল মাজেদকে আটক করা হয়।